ফেনী জেলায়  ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে হাসানপুর শাহ্ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ-টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি অত্রাঞ্চলের সবচেয়ে আকর্ষনীয়  ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এবং দেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ষষ্ঠ  থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।

হাসানপুর শাহ্ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে নৈতিক, সামাজিক ও আধুনিক জ্ঞানভিত্তিক শিক্ষা প্রদান করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। পাশাপাশি, যুগোপযোগী শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটানো।

#১৯৬৮ সালে বিদ্যালয় শাখা এবং ১৯৯৫ সালে কলেজ শাখা প্রতিষ্ঠিত। #অত্রাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। #ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান। #বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু। #অভিজ্ঞ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী। #জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নিয়মিত ভালো ফলাফল। #উন্নত পাঠদান পদ্ধতি ও আইসিটি ল্যাব সুবিধা। #লাইব্রেরি, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ। #মনোরম ও শান্তিপূর্ণ ক্যাম্পাস পরিবেশ। #শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সৃজনশীল বিকাশে গুরুত্ব। #অভিভাবক ও শিক্ষকদের নিবিড় সমন্বয়।